লকডাউনে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমান ৯ লাখ কোটি ডলার, পূর্বাভাস এডিবি’র

0
40

সমর্পিতা ব্যানার্জী, ওয়েবডেস্কঃ

করোনা প্রতিরোধে বিশ্বের বেশিরভাগ দেশকেই বেছে নিতে হয়েছে লকডাউনের পথ। থমকে গেছে অর্থনীতির চাকা। ফলে বিশ্বজুড়ে তার প্রভাব পড়বে এজানা কথা। কিন্তু সেই ক্ষতির পরিমান কত সেটা নিয়েই দুশ্চিন্তা বেশিরভাগ মানুষের।

ADB | newsfront.co
প্রতীকী চিত্র

এশীয় উন্নয়ন ব্যাঙ্ক( এডিবি) আজ বিশ্ব অর্থনীতি বিষয়ে প্রকাশিত ‘পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কোভিড-১৯’ শীর্ষক এক প্রতিবেদনে তার পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস থেকে জানা যাচ্ছে যে, করোনা ভাইরাসের কারনে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমান দাঁড়াবে ৯ লাখ কোটি ডলার।

আরও পড়ুনঃ আমেরিকায় করোনা প্রতিরোধে বিজ্ঞান নয়, নেতৃত্ব দিচ্ছে রাজনীতি, দাবি অপসারিত স্বাস্থ্য কর্মকর্তার

এডিবির মতে, দক্ষিণ এশিয়ার মোট জিডিপি করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের মতো। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধের কারণে সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়াকি সাওয়াদা বলেন, ‘নতুন পূর্বাভাস থেকে বিশ্ব অর্থনীতিতে কোভিড–১৯ বা করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবের একটি চিত্র উঠে এসেছে।’ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে নীতি–সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here