ধনীদের সখের মূল্যে দূষিত পরিবেশ!

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত ২৫ বছরে কার্বন ডাই অক্সাইড নির্গমন বেড়েছে ৬০ শতাংশ। এরজন্য সর্বাপেক্ষা দায়ী ধনীরাই। অক্সফ্যাম এবং স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের সম্মিলিত রিপোর্টে প্রকাশিত এই তথ্য।

Air Pollution | newsfront.co

সারা বিশ্বের ধনীদের এক অদ্ভুত আকর্ষণ লক্ষ্য করা গেছে যেসব যানবাহনের কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার বেশি সেগুলি ব্যবহার করার। বিশ্বের যে “কার্বন বাজেট” তা এঁদের কারণেই অতিক্রম করে যাচ্ছে।

বিশ্বের ধনীদের ১ শতাংশ যে পরিমান কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঘটাচ্ছেন, গরিব মানুষদের ৫০ শতাংশ মিলেও তার অর্ধেক কার্বন ডাই অক্সাইড নিঃসরণের জন্য দায়ী নয়।

আরও পড়ুনঃ প্রয়াত ‘স্নো লেপার্ড’ আংরিটা শেরপা

এইভাবে যদি চলতে থাকে আগামী দশ বছরের মধ্যে শেষ হবে কার্বন বাজেট। যদি ধরে নেওয়া হয় দরিদ্র মানুষরা তাদের যে স্বল্প পরিমান কার্বন ডাই অক্সাইড নিঃসরণ তাও বন্ধ করে দিলো, তাহলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে এমনটা নয়।

আরও পড়ুনঃ এবার নীল চাঁদের দেখা মিলবে বিশ্বের সর্বত্র

অক্সফ্যাম দাবি করেছে , বিশ্বজুড়ে এসইউভি গাড়ি যেগুলির কার্বন নিঃসরণ অত্যন্ত বেশি , সেই ক্ষেত্রে বাৎসরিক করের পরিমান প্রবল ভাবে বাড়ানো হোক, একই জিনিস ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের ক্ষেত্রেও, বিপুল পরিমাণ লেভি বসানো হোক যা খরচ করা হোক গরিব মানুষদের লো-কার্বন এমিশন যানবাহনের জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here