নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসে কবলে গোটা বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিকে করোনা মোকাবিলা বিশ্বজুড়ে চলছে লকডাউন। যার কারণে সমস্ত স্কুল বন্ধ। পরিবর্তে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছে আপামর পড়ুয়া। আক্ষরিক অর্থেই ই-স্কুল হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
এই অবস্থায় চাঞ্চল্যকর রিপোর্ট দিল ইউনিসেফ। সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের এক তৃতীয়াংশ শিশু ‘রিমোট লার্নিং’ থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুনঃ বিরল স্বীকৃতি পেলেন ভারতীয় বংশোদ্ভূত দুঃসাহসিক ব্রিটিশ মহিলা গুপ্তচর
যার জেরে বিশ্বজুড়ে শিক্ষাক্ষেত্রে ‘জরুরি অবস্থা’ তৈরি হয়েছে। প্রায় ১৫০ কোটি শিশু স্কুলে যেতে পারছে না। এই কথা উল্লেখ করে ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোরে জানিয়েছেন, স্কুল বন্ধ থাকার জন্য রিমোট লার্নিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কমপক্ষে ৪৬ কোটি ৩০ লক্ষ শিশু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584