বন্ধু প্রীতিতে ভোট লাভ হচ্ছে না ট্রাম্পের, বলছে সমীক্ষা

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হাতে সময় আর মাত্র কয়েকদিন, তারপরেই রাষ্ট্রপতি নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনা থেকে সেরে উঠেই প্রচারে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন ও তুমুল প্রচারে ব্যস্ত। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে আসা তথ্য অস্বস্তি বাড়াবে ট্রাম্পের। ৬৮ শতাংশ ইন্দো-মার্কিন জনতা বিডেনের পক্ষে ভোট দিতে চলেছেন।

Modi Trump | newsfront.co
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী

মাত্র ২২ শতাংশ ট্রাম্পকে পুনরায় প্রেসিডেন্টের পদে দেখতে চান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু ট্রাম্পকে পছন্দ করছেন না ভারতীয় বংশোদ্ভূতরা। যা চিন্তায় ফেলবে রিপাবলিকান প্রার্থীকে। যদিও ইন্দো-আমেরিকানদের বেশিরভাগই মোদী ভক্ত, কিন্তু মার্কিন রাষ্ট্রপতির পদে ট্রাম্পকে আর চাইছেন না তাঁরা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-সহ একাধিক প্রতিষ্ঠান বুধবার সমীক্ষার ফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ট্রাম্পকে খুব কম সংখ্যক ইন্দো-মার্কিনই আবার প্রেসিডেন্ট পদে দেখতে চান।

আরও পড়ুনঃ হার্ভার্ড বিজনেস স্কুলের পরবর্তী ডিন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতা

প্রায় ৪১ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের বাস আমেরিকায়। সেই তুলনায় ট্রাম্পের দিকে জনমত কম। বরং, ইন্দো-আমেরিকানদের মন জয় করতে কমলা হ্যারিসকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার যে কৌশল ডেমোক্র্যাটদের, তা কাজে এসেছে বলে মনে করা হচ্ছে সমীক্ষার ফল দেখে।

কার্নেগির দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো এবং এই সমীক্ষার লিডার মিলন বৈষ্ণব জানিয়েছেন, ট্রাম্প সমর্থকরা মোদীর সমর্থক এবং ট্রাম্পের বিরোধীরা মোদীর বিরোধী এমনটা সব সময় নয়। ভারতীয় বংশোদ্ভূতরা সাধারণত ডেমোক্র্যাট ঘেঁষা চিরকালই।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কেটে পিএম কেয়ার্সে জমা পড়েছে ১৫৭.২৩ কোটি টাকা

২০০৮ সালে ৯৩ শতাংশ ইন্দো-মার্কিন বারাক ওবামাকে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে রিপাবলিকানদের কাছে একের পর নির্বাচনে সম্প্রদায় ভিত্তিক ভোট ব্যাংক হারিয়েছে ডেমোক্র্যাটরা।

বৈষ্ণব আরও বলেছেন, ইন্দো-আমেরিকানরা আসলে এই নির্বাচনের একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যা খুব কম লোকই কল্পনা করতে পারে। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর নিঃসন্দেহে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের মধ্যে কিছু বিভাজন সৃষ্টি করেছিল। এবং সেই বিবাদগুলির মধ্যে একটি হল ভারতীয় আমেরিকানরা প্রধানমন্ত্রীকে যেভাবে দেখেন।

তবে ভারতীয় আমেরিকানরা কীভাবে ভারতের ভিত্তিতে ভোট দিতে যাচ্ছে? এই সম্পর্কে সংশয় থেকেই যাচ্ছে। সেপ্টেম্বরে ১,২০০ ভারতীয় আমেরিকানদের প্রতিনিধির উপর সমীক্ষা করে দেখা যায়, ইন্দো-আমেরিকানরা দুই থেকে একের বেশি ব্যবধানে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে রয়েছে। বিডেনের পক্ষে ইন্দো-আমেরিকানদের সমর্থন আছে ৬৮ শতাংশ আর আফ্রো-আমেরিকানদের সমর্থন রয়েছে ৭৯ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here