ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আশারাম পুত্র নারায়ণ

0
53

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আশারাম বাপুর ছেলে নারায়ণ সাই।সুরাট আদালতের বিচারপতি পি এস গাধভি জানিয়েছেন আগামী ৩০শে এপ্রিল নারায়ণ সাইয়ের সাজা ঘোষণা করা হবে।

উল্লেখ্য আশারাম বাপুর পুত্র নারায়ন সাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি ধর্ষণ,অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর চেষ্টা করে ছিলেন তিনি।তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।একজন ধর্ষিতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন আশারাম বাপুর আশ্রম এ থাকাকালীন তাঁর পুত্র নারায়ণ সাঁই ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছেন ।

আশারাম পুত্র নারায়ণ সাই।ছবিঃ দি ইন্ডিয়ান এক্সপ্রেসআশারাম পুত্র নারায়ণ সাই।ছবিঃ দি ইন্ডিয়ান এক্সপ্রেস

নারায়ণ সাঁই সহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণের দায়ে মামলা শুরু হয়।ধর্ষণে অভিযুক্ত এই ১০ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত।এই পাঁচজন হলেন ধর্মিষ্ঠা মিশ্র,ভাবিকা পাটেল, কুশল ঠাকুর, এবং রমেশ মালহোত্রা ও নারায়ণ সাঁই।নারায়ণ সাঁই ছাড়া বাকি চারজন জামিনে আপাতত মুক্ত।

আরও পড়ুনঃ পুলীশী লাঠিচার্জের বিরুদ্ধে ‘কালা দিবস’ পালন মালদহের আইনজীবীদের

উল্লেখ্য,এর আগে বিতর্কিতভাবে বেশ কয়েকবার ধর্ষণ মামলায় আশারাম বাপুর নাম উঠে আসে।নারায়ণ সাঁই যে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে সাজাপ্রাপ্ত সেই ধর্ষিতা দিদি অভিযোগ তোলে হাজার ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমেদাবাদের আশ্রমে থাকাকালীন আশারাম বাপু তার ওপর একাধিকবার যৌন হেনস্থা করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here