মনিরুল হক, কোচবিহারঃ
দৈনন্দিন জীবনে মানুষের কাছে বড় আতঙ্কের হয়ে উঠেছে মানব শত্রু করোনা ভাইরাস। তার জেরে বাহিরের জেলা থেকে আসা মাছের গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন করোনা আতঙ্কিত মানুষগুলো। এমনি ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার পানিশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাকাটা বাজার সংলগ্ন এলাকায়।
সোমবার সকালে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। জানা গেছে, কয়েকদিন ধরে বেশ কয়েকটা গাড়ি বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে সকালের দিকে আসতে দেখে স্থানীয় মানুষ ও আশা কর্মীরা।
আরও পড়ুনঃ সড়ক যোজনা প্রকল্পে বানানো পথ নিম্নমানের হওয়ায়, কাজ আটকে বিক্ষোভ গ্ৰামবাসীদের
এবিষয় নিয়ে সাধারন মানুষদের মধ্যে আলোচনা হয় যে ওই গাড়ি গুলো কোথা থেকে আসে। সেই মতই আজ ওই গাড়ি গুলো আসছিল। পরে ওই গাড়ি গুলোকে আসতে দেখে তা আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ ও আশা কর্মীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের কলাকাটায়।
তাদের অভিযোগ, রাতের অন্ধকারে রাজ্যের একাধিক জেলা ও ভিন রাজ্য থেকে আসছে মাছের গাড়ি। সেই জেলা গুলি কি পর্যায় রয়েছে তা আমাদের জানা নেই। যার ওই জেলা গুলি থেকে আসছে তারা করোনার সংক্রমণ হয়েছে কিনা। তারা এই এলাকায় এসে এখানকার মানুষের সাথে মেলামেশা করলে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ভিন জেলা ও ভিন রাজ্য থেকে মাছের গাড়ি আসা বন্ধ করতে হবে এই দাবিতে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আশা কর্মীরা।
আশা কর্মীদের দাবি, এলাকায় করোনার সংক্রমণ ঠেকাতে অবিলম্বে বন্ধ করা হোক এই ভিন রাজ্যের ও অন্য জেলার মাছের গাড়ি গুলিকে। ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে ওই ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আশ্বাসে পথ অবরোধ তুলে দেয়।
ওই গাড়িতে থাকা এক ব্যক্তি জানায়, আমরা আজ সকালে মাছ গুলো নিয়ে গাড়িতে করে আসি। কিন্তু আজ যখন আসছি ঠিক সেই সময় স্থানীয় কিছু লোক গাড়ি গুলোকে আটক করে। বলে এই গাড়ি এখান থেকে কোথায় যাবে না। তারা পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584