ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশীষ লতা রামগোবিন। সোমবার দক্ষিণ আফ্রিকায় ডারবানের একটি আদালত আর্থিক প্রতারণার মামলায় ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে তাঁকে। ৬০ লক্ষ র্যান্ড (আফ্রিকান মুদ্রা) প্রতারণার অভিযোগ রয়েছে লতা রামগোবিনের বিরুদ্ধে।

এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন তিনি। এস আর মহারাজ নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, ৬২ লক্ষ র্যান্ড কাজের অগ্রিম হিসেবে লতাকে দিয়েছিলেন তিনি। যথাসময়ে অর্থ ফেরত এবং একই সাথে ব্যবসার লভ্যাংশ দেওয়া হবে এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি ( এনপিএ) সোমবার আদালতে জানিয়েছে, ব্যবসায়ীদের ভুয়ো চালান পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে লতা রামগোবিনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ পরীক্ষায় ছাড়, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আসিফ ইকবালের
আদালতে এনপিএ-র বয়ানে জানা গিয়েছে, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে লতার যোগাযোগ হয়। এস আর মহারাজের সংস্থায় তৈরি হয় কাপড় এবং জুতো। সেই কাপড় ও জুতো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অভিযোগে বলা হয়েছে, এস আর মহারাজ নামে ওই ব্যবসায়ীকে লতা জানান রপ্তানি সংক্রান্ত কাজের বিষয়ে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই সূত্রেই ওই ব্যবসায়ীকে প্রতারণার জালে জড়ান তিনি।এভাবেই ওই বিশাল পরিমাণ অর্থ অগ্রিম হিসেবে নেন লতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584