শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
লখিমপুর খেরিতে গাড়িতে পিষে মেরে ফেলেছেন কৃষকদের এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে।গত রবিবারের এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যান তিনি। আজ শনিবার উত্তরপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চের অফিসে গিয়ে হাজিরা দিলেন অভিযুক্ত আশিস মিশ্র।
এদিন সকাল ১০টার মধ্যে ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে হাজিরা নিরদেশ দিয়ে তাঁর বাড়িতে নোটিস ঝুলিয়ে দিয়েছিল পুলিশ। সে নির্দেশ অনুসারে আশিস মিশ্র হাজির হয়েছেন ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে। সূত্র মারফৎ জানা গিয়েছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা ইতিমধ্যেই শুরু করেছেন জিজ্ঞাসাবাদ।
রবিবারের আশিস মিশ্রর গাড়িতে পিষে ৪ কৃষকের মৃত্যুর ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এই অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় আরও চারজনের। এই ভাবে ৮ জনের মৃত্যু শোরগোল ফেলে দেয় জাতীয় রাজনীতিতে। বাধ্য হয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেয় যোগী সরকার। অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়ে সরকার। সব মিলিয়ে তৎপরতা বাড়ে পুলিশের।
আরও পড়ুনঃ জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়তেই নিজের টুইটার বায়ো থেকে বিজেপির নাম সরালেন সুব্রমনিয়ম স্বামী
পুলিশের অনুমান, নেপালের দিকে পালিয়েছিল আশিস। তার মোবাইলের টাওয়ার লোকেশন তেমনই তেমনই ইঙ্গিত দিচ্ছিল জানা গিয়েছে সূত্র মারফৎ। যদিও তার পরিবার এবং আইনজীবীর দাবি ছিল, আশিস লখিমপুরেই রয়েছে। আশিসের আইনজীবী অবধেশ কুমার জানিয়েছিলেন, তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করবেন।শনিবার সকালে ক্রাইম ব্রাঞ্চে হাজিরাও দিয়েছেন তিনি। এখন রাজনৈতিক মহলের দৃষ্টি রয়েছে আশিস মিশ্রকে গ্রেপ্তার করা হয় কিনা সেদিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584