করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য

0
76

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এদিন মাটিগাড়ার নার্সিংহোম থেকে বেরিয়ে প্রথমে কিছুক্ষণের জন্য ভেনাস মোড়ের অনিল বিশ্বাস ভবনের সামনে দাড়ান। সেখানে পুষ্প বৃষ্টি করে শুভেচ্ছা ও স্বাগত জানায় দলের নেতা,কর্মী সর্মথকরা।

Ashok Bhattacharjee | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর সোজা চলে যান বাড়িতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক বাবু বলেন যে ১৫ দিন বিশ্রাম করবো। যদি সতর্ক থাকা যায় সাবধানতা অবলম্বন করা যায় আর মনের যদি জোর রাখা যায় তাহলে করোনাকে হারানো যায়। করোনা মানেই মৃত্যু নয়। করোনা থেকে বাঁচা যায়।

আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতিতে সদ্য স্নাতকোত্তর ৩০১ জন নতুন চিকিৎসককে নিয়োগের নির্দেশিকা রাজ্যের

এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের ডাক্তার, নার্সদের প্রতি আমরা তাদের প্রাপ্য মর্যাদা দিই না আমরা কেউই। কিন্তু তাদের দেওয়া উচিত। আর সঠিক সময়ে যদি চিকিৎসা করা যায় তাহলে অনেক রোগীকে বাঁচানো যায়। আমার খারাপ লাগছে যে কম বয়সী ছেলে মারা গেল তাদের মধ্যে একজন খেলোয়াড় আছে তা বেদনাদায়ক। এবং তারা যদি বাঁচতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here