অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হলে তিনি বলেন কেউ যাতে সৌরভকে রাজনীতিতে যেতে চাপ না দেন। তিনি সিপিএম নেতা অশোক ভট্টাচাৰ্য। বিসিসিআই সভাপতি এখন নিজের বাড়িতে বিশ্রাম ও ডাক্তারদের পর্যবেক্ষনে রয়েছেন।
এদিন সৌরভকে দেখতে তার বাড়িতে যান অশোক। এরপর সৌরভ তাকে নিয়ে সেলফিও তোলেন। দুজনের খুব ভালো সম্পর্ক দুজনের দীর্ঘক্ষণ আলোচনা ও আড্ডা দেন।
এরপর অশোক জানান, “সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে এলাম। ভালো আছে দেখে নিশ্চিন্ত হলাম। ওকে আগেও যা বলেছি এখনও সেটা বলছি রাজনীতির চাপ বড় চাপ, ক্রিকেটের প্রশাসন নিয়ে আছ ওটা নিয়ে থাকো কারণ ওটাই তোমার জায়গা। কোনো অশুভ চাপের কাছে মাথা নত করবে না।
আরও পড়ুনঃ টিম ইন্ডিয়ার হোটেলের সামনেই ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন
আর আমার আবেদন থাকবে সমস্ত রাজনৈতিক দলের কাছেও বাংলা তথা দেশের গৌরব ওকে নিয়ে টানাটানি করবেন না জোর করবেন না কোনো প্রকার চাপ ওর স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584