মনিরুল হক, কোচবিহারঃ
একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়ে কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করে প্রচারে নামতে চলছে শিবসেনা। ১০০ টিরও অধিক আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী থাকবে এবং বিপুল জনমত পেয়ে তারা বিধানসভায় যাবেন বলে আশাবাদী শিবসেনা নেতৃত্ব।
মঙ্গলবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এরাজ্যের শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। এদিন তিনি কোচবিহারের জেলা কমিটি সহ একটি ব্লক কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করেন। তিনি জানান, এদিনই তাঁদের দলে বিজেপি ও তৃণমূল কংগ্রেস থেকে ১৮০০ কর্মী সমর্থক যোগদান করবে। জেলার ৯ আসনের প্রত্যেকটিতে শিবসেনা প্রার্থী দেবে।
শিবসেনার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক অশোক সরকার জানান, আজ কোচবিহার জেলায় বিভিন্ন দল থেকে অনেক মানুষ শিব সেনায় যোগ দিচ্ছেন। মূলত হিন্দুত্ববাদী ভাবধারা নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় নামতে চলছেন তারা। প্রচুর মানুষের সাড়াও মিলেছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার
ভোটের আগে শিবসেনার হেভিওয়েট নেতৃত্ব উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে এরাও পশ্চিমবঙ্গে আসতে পারেন বলে জানান তিনি।উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে মিম যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি শিবসেনা রাজ্যের বিরোধী শক্তি ভারতীয় জনতা পার্টির ভোটব্যাংকে ভাগ বসাতে পারে এ নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584