নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
লোক সমাজে আবেগ দেখান না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তার মতো আবেগকে সম্বল করে চলার মানুষ খুব কম আছে। সুরেশ রায়না যদি বলে থাকেন অবসর নিয়ে টাকা জড়িয়ে ধরে কাঁদার কথা এবার ধোনির আরেক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন বললেন অন্য কথা।

তবে টেস্ট থেকে মাহির অবসরের সময়ে ফিরে গিয়ে অশ্বিন বলেন, “যখন ধোনি অস্ট্রেলিয়ায় মাটিতে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন৷ সবাই তাকে ক্যাপ্টেন কুল বললেও ধোনি সেদিন শান্ত থাকতে পারেননি। ওর চোখে জল দেখেছিলাম। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সারা রাত সেই জার্সি খোলেননি মাহি ভাই।
আরও পড়ুনঃ আইপিএলে ভালো খেলেই নিজেকে প্রমান করতে চান ঋদ্ধি
২০১৪ সালে ধোনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিল, তখন মেলবোর্নে ম্যাচ বাঁচানোর জন্য আমি ওর সঙ্গে ব্যাটিং করছিলাম। আমরা ম্যাচ হেরে গেলে, ও একটি স্টাম্প তুলে নিল এবং তারপর অবসর নিল। কেউ জানতো না এই কথাটাও এমনি যারা সঙ্গে থাকে তারা বোঝে কতটা আবেগ নিয়ে চলে ও।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584