বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানভাপি মসজিদ নিয়ে বিতর্ক, পরিদর্শনে এএসআই’কে অনুমতি আদালতের

0
217

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাবরি মসজিদ ও রাম মন্দির বিতর্কের পরেই নতুন জমি বিতর্ক শুরু হয়েছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও মন্দির সংলগ্ন জ্ঞানভাপি মসজিদ নিয়ে। স্থানীয় এক আইনজীবী ভিএস রাস্তগী দাবি করেন জ্ঞানবাপি মসজিদের জমি আদতে হিন্দুদের, সেই জমি তাঁদের ফিরিয়ে দেওয়া হোক। এই মর্মে আদালতে মামলাও করেন তিনি।

Kashi Biswanath | newsfront.co
ছবি: লাইভ ল

আবেদনে দাবি, মুঘল সম্রাট আওরঙ্গজেব নাকি বলপূর্বক মন্দিরের জমি অধিকার করে মসজিদ তৈরি করেন। যদিও এই দাবির বিরোধিতা করেছে মসজিদ কমিটি।

ভিএস রাস্তগীর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বারাণসী আদালত কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানভাপি মসজিদ চত্ত্বর পরিদর্শনের অনুমতি দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা উদ্বাস্তুদের মায়ানমারে ফেরত পাঠানোর রায় সুপ্রীম কোর্টের

আদালত নির্দেশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাঁচ সদস্যের একটি দল মন্দির ও মসজিদ চত্বর পরিদর্শনে যাবেন। দলে দুজন সংখ্যালঘু সদস্য থাকতে হবে। এবং জমি জরিপের যাবতীয় খরচ বহন করবে উত্তর প্রদেশ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here