এশিয়ার প্রথম ভাসমান থিয়েটার শুরু কাশ্মীরে

0
102

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রয়েছে ডাল লেক। যার সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। এই ডাল লেকেই থাকে শিকারা। আর তাতে চড়েই কাশ্মীরের মনোরম দৃশ্য দেখেন পর্যটকরা। পাহাড়ের কোলে নিজের প্রিয় মানুষটিকে পাশে নিয়ে ডাল লেক ভ্রমণ করেন বহু পর্যটক। এবার সেখানে থাকছে পর্যটকদের জন্য নতুন উপহার। ডাললেকে বসেই এবার থেকে বড়পর্দায় সিনেমা দেখার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা।

kashmir Dal lake
ছবি সৌজন্যে : এএনআই

গত শুক্রবার এই ডাল লেকেই শুরু হল ভাসমান থিয়েটার। যা এশিয়ার মধ্যে এই প্রথম। এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ভাসমান সিনেমা হলের সূচনা হল। এবার থেকে ডাল লেকে বসেও সিনেমা দেখতে পাবেন পর্যটকরা।

এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতার বলেন, “পর্যটকরা বরাবরই শ্রীনগরের এই ডাল লেকের শোভা দেখে মুগ্ধ হন। আর ডাল লেক এলে শিকারায় চড়ে কাশ্মীর দেখেন না এমন মানুষ প্রায় নেই। কাশ্মীরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ। তাই ডাল লেকে এই ভাসমান থিয়েটার শুরু হওয়ায় পর্যটকরা যে খুশি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই ধরনের উদ্যোগে উপকৃত হবে কাশ্মীরের পর্যটন শিল্পও।”

আরও পড়ুনঃ শুধুমাত্র নিষিদ্ধ আতশবাজিতেই নিষেধাজ্ঞা, সরকারি এজেন্সি সহ সকলকে মানতে হবে নির্দেশঃ সুপ্রিম কোর্ট 

ভাসমান থিয়েটার শুরুর প্রথম দিনেই বড়পর্দায় দেখানো হয় বলিউডের জনপ্রিয় ছবি ‘কাশ্মীর কি কলি’। শাম্মি কাপুর ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবির বেশিরভাগ দৃশ্যেরই শুটিং হয়েছিল কাশ্মীরে। ডাল লেকের নেহরু পার্কে শুটিং হওয়া এই ছবির ‘দিওয়ানা হুয়া বাদল’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল সেইসময়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here