মনিরুল হক, কোচবিহারঃ
ছয় দলীয় অসম বাংলা প্রফুল্ল কুমার বর্মা নকআউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল তুফানগঞ্জে। আজ তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও ব্যাবস্থাপনায় এদিনের ফাইনাল খেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত বর্মা, তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী বর্মণ, মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক চানমোহন সাহা, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান, জগদিশ বর্মন সহ আরও অনেকে।
এদিনের ফাইলান খেলাটি হয় অসমের কচুগাঁও বাজার এসসির সাথে কলকাতা পুলিশের স্কট একাদশের। ১-০ গলে জয়ী হয় অসমের কচুগাঁও বাজার এসসি ক্লাব।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “ফুটবল বাঙালির সেরা খেলা। শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার প্রয়োজন। আজ তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে ৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। প্রচুর ক্রীড়া প্রেমী মানুষ ফাইনাল খেলা দেখতে মাঠে এসেছিলেন।”
আরও পড়ুনঃ নৈশ ফুটবল প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584