নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দলবদলের হাওয়া এবার অসমেও। প্রার্থী না করায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান রাজ্যের মন্ত্রী সাম রোংহাং- এর। এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং অসম কংগ্রেসের সভাপতি রিপন বোরার উপস্থিতিতে রবিবার হল দলবদল।
আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দলবদলের হাওয়া এবার অসমেও। বিজেপি প্রার্থী না করায় কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের পার্বত্য উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ মন্ত্রী সাম রোংহাং। রবিবার দলবদলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং আসাম কংগ্রেস সভাপতি রিপন বোরা।
আরও পড়ুনঃ কেরলে ফের ক্ষমতায় ফিরছে এলডিএফঃ সমীক্ষা রিপোর্ট
বিজেপি প্রার্থী না করার বিষয়ে এদিন দলত্যাগী মন্ত্রী সাম রোংহাং সাংবাদিকদের বলেন, “আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের কাজ করা সত্বেও কিছু ব্যক্তির চক্রান্তের জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।” বিজেপির কাজকর্মে স্বচ্ছতার অভাব আছে বলেও তিনিঅভিযোগ করেন। তিনি আরও বলেন, “আমি বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারবো না। তাই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছি।”
আরও পড়ুনঃ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তৃণমূল প্রার্থী পাসাং লামার অনুগামীদের বিরুদ্ধে
বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের পর সাম রোংহাংকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী করতে পারে কংগ্রেস। সূত্র অনুসারে কারবি আংলং-এর দিফু আসনে তাঁর নাম বিবেচনা করছে কংগ্রেস হাইকমান্ড।
২০১৬ সালে এই দিফু কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী ছিলেন তিনি এবং কংগ্রেসের বিদ্যাসিং এংলেংকে ২৮,২৩৬ ভোটে পরাজিত করেন। ওই কেন্দ্রে তিনি পেয়েছিলেন ৬৪,৪২১ ভোট। কংগ্রেসের বিদ্যাসিং পেয়েছিলেন ৩৬,১৮৫ ভোট এবং নির্দল প্রার্থী জয়ন্ত রঙপি পেয়েছিলেন ৩১,৬৪৭ ভোট। ২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেসের বিদ্যাসিং এংলেং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584