কার্ফু ভেঙে রাস্তায় মানুষের ঢল অসমে, বাতিল বিমানের উড়ান-অবনমন

0
72

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ক্যাব পাশ হওয়ার পর থেকে অসম ও ত্রিপুরায় পাল্লা দিয়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থামাতে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

assam burn over cab and cancel airline | newsfront.co
সংবাদ চিত্র

তাতেও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে বিক্ষোভ থামানো গেল না অসমে। বরং কার্ফু ভেঙেই এ বার গুয়াহাটির রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতেই জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে স্লোগানও।

আরও পড়ুনঃ রঘুরাম রাজনের মতে ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দার উৎস কেন্দ্র দ্বারাই পরিচালিত

এমন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা, গো এয়ার-সহ বেশ কিছু সংস্থা অসম বিমান বন্দর থেকে তাদের একাধিক বিমানের উড়ান ও অবনমন বাতিল করা হয়েছে।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উত্তর-পূর্ব শাখার একজিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জিন্দল বলেন, ‘‘ডিব্রুগড়ে ৯টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোনও ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না, যার ফলে গতকাল যাঁরা বিমানবন্দরে পৌঁছেছিলেন, তাঁরা এখনও আটকে।’’

আরও পড়ুনঃ ক্যাব ভারতের আভ্যন্তরীণ বিষয়,বন্ধুত্ব অটুট থাকবে আশা বাংলাদেশ বিদেশ মন্ত্রীর

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গতকালই প্রতিবাদে গর্জে উঠেছিল অসম। কোনও সংগঠন ছাড়া সাধারণ মানুষ এবং পড়ুয়ারাই রাস্তায় নেমে এসেছিলেন সেইসময়। তবে এ দিন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)। সাধারণ মানুষকে ঘর ছেড়ে রাস্তায় নামার আর্জি জানিয়েছে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here