ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
“পেগাস্যাস ষড়যন্ত্রে সরাসরি যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাই কেন্দ্রকে বলবো ভারতে তাদের যাবতীয় কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করতে,” মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
হিমন্তের দাবি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন বামপন্থী সংগঠনও। অসম বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে হিমন্ত বলেন, “আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো যাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যাবতীয় কর্মকান্ড যাতে ভারতে বন্ধ করা হয়।” তাঁর দাবি, এর আগেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে বহু প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু পেগাস্যাস ষড়যন্ত্রে স্পষ্ট বোঝা গিয়েছে যে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য এরা যা খুশি করতে পারে।
Amnesty International’s activities in India must be banned for its role in Pegasus snooping controversy: Assam CM Himanta Biswa Sarma
— Press Trust of India (@PTI_News) July 20, 2021
“অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকান্ড কি বা তাদের যোগ্যতা সম্পর্কে আমরা সকলেই জানি। এরা ভারতে বামপন্থী সন্ত্রাসবাদকে উস্কানি দিয়ে থাকে। পেগাস্যাস ষড়যন্ত্র শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি আন্তর্জাতিক ক্ষেত্রে ধুলিস্মাৎ করাই এদের উদ্দেশ্য”, ক্ষোভ উগরে দেন হিমন্ত।
আরও পড়ুনঃ গোয়া ফাউন্ডেশন মামলার রিভিউ পিটিশন খারিজ করে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের
হিমন্তের দাবি যতজন বিখ্যাত ব্যক্তিত্বের ফোন হ্যাক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাঁরা কেউ কেন রাজি নয় ফরেনসিক পরীক্ষায়? রাহুল গান্ধীই বা কেন পুলিশের কাছে এফআইআর দায়ের করছেন না! হিমন্ত দাবি করেছেন, ২০১৩ সালের একটি আরটিআই-এর উত্তরে ইউপিএ সরকার জানিয়েছিল যে তারা ৫০০০ ফোন এবং ৫০০ ইমেল একাউন্টে নজরদারি চালিয়েছিল, আর এখন এই ইস্যুতে কংগ্রেস কিভাবে পার্লামেন্টে ধারাবাহিক হট্টগোল করে যাচ্ছে!
আরও পড়ুনঃ বকরি ইদে ছাড় দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেরল সরকার
পেগাস্যাস ইস্যুতে সব মিলিয়ে এখন তুমুল শোরগোল দেশজুড়ে। আর অসমের মুখ্যমন্ত্রী যে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তা তাঁর বক্তব্যেই উঠে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584