নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সুকফা এবং অহম সম্প্রদায়ের বিরুদ্ধে ‘আপত্তিজনক মন্তব্য’ করেছেন গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষের অন্যতম এই সহযোদ্ধার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে।
আর সেই অভিযোগের ভিত্তিতেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে অসম রাজ্য পুলিশকে নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সূত্রের খবর, আজ, শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
CM @sarbanandsonwal has called for stringent action as per law against one Garga Chatterjee of WB for making derogatory remarks against Swargadeo Chaolung Sukapha & Ahom community in SM platforms.
CP @GuwahatiPol has been directed to go to Kolkata today regarding the matter.
— Chief Minister Assam (@CMOfficeAssam) June 19, 2020
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে গর্গ চট্টোপাধ্যায় লেখেন, “সর্বানন্দ সোনওয়াল চৈনিক আক্রমণ এবং তাঁদের সেনাদের নিয়ে কেন উদযাপন করবেন? নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা কেন চিনের আক্রমণকারীদের নিয়ে উদযাপন চালাচ্ছে?
আরও পড়ুনঃ পরিস্থিতি গুরুতর, স্থগিত রাম মন্দির নির্মাণ
ভারতীয়রা কি জানেন যে ভারতীয়দের করের টাকা ব্যবহার করেই বিজেপি চিনা আক্রমণকারীদের মূর্তি তৈরি করছে অসমে?” এই টুইটিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ট্যাগও করেন গর্গ চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584