নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মাদ্রাসার শিক্ষা নিম্নমানের এই অভিযোগে আসামে ৭০০’র বেশি মাদ্রাসাকে স্কুলে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।
অসম সরকারের বক্তব্য, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মসজিদের ইমামের চেয়ে দেশে ডাক্তার, পুলিশ, আমলা ও শিক্ষকের প্রয়োজন অনেক বেশি। তাই তারা মাদ্রাসাগুলিকে স্কুলে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
Glad that the Bill pertaining to repeal of Provincialisation of Madrassas has been passed, even as @INCAssam and @AIUDFOfficial expectedly staged a walkout in Assembly. All Madrassas, being run under government stands converted into regular educational institute wef April 1, 2021
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 30, 2020
এবিষয়ে একটি বিলও বৃহস্পতিবার পাস হয় আসামের বিধানসভায়। আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নতুন বছরের এপ্রিলের মধ্যে ৭০০’র বেশি মাদ্রাসা বন্ধ করে সেগুলিকে স্কুলে পরিবর্তন করা হবে।
আরও পড়ুনঃ আরব দেশগুলিতে বেকারত্ব- দারিদ্র্যের হার ক্রমবর্ধমান, দাবি জাতিসংঘের রিপোর্টে
এই প্রসঙ্গে হেমন্ত বিশ্বশর্মার বক্তব্য মাদ্রাসায় পার্থিব বা বৈষয়িক কোনো প্রয়োজনীয় বিষয়ই পড়ানো হয় না। তাই তারা মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুনঃ ২০২১ সালে মারাত্মক অপুষ্টিতে ভুগবে ১০ লাখের বেশি শিশু, তথ্য ইউনিসেফের
অসমের বিরোধী রাজনৈতিক দল অবশ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে। তাদের বক্তব্য এটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মোদী সরকারের মুসলিমবিরোধী দৃষ্টিভঙ্গির প্রকাশ। কংগ্রেস নেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, “এটা মুসলিমদের শেকড় উপড়ে ফেলার সিদ্ধান্ত।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584