ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আসামের জাতীয় নাগরিকপঞ্জি তালিকা ওয়েবসাইট থেকে হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় ছড়াল চাঞ্চল্য। গত বছর আগষ্ট মাসে চুড়ান্ত এন আর সি অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জি’র চূড়ান্ত তালিকা বের করে স্বরাষ্ট্রমন্ত্রক। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চূড়ান্ত তালিকা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস(এনআরসি) এর ওয়েবসাইটে আপডেট করা হয়। এখন সেই ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে না কোনো তালিকা। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি যান্ত্রিক গোলযোগের কারণেই এই ত্রুটি। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত এনআরসি তালিকা সংক্রান্ত ওয়েবসাইটের দায়িত্বে ছিল একটি বেসরকারি কর্পোরেট সংস্থা। জানা গেছে আধিকারিকরা এখন সেই সংস্থার সঙ্গে চুক্তি ছিন্ন করতে চাইছে। তবে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধীদের দাবি কোনো কু মতলবেই ওয়েবসাইট থেকে গায়েব হয়েছে জাতীয় নাগরিকপঞ্জির তালিকা।
সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নাগরিকপঞ্জির তালিকা ‘www.nrcassam.nic.in ওয়েবসাইটে আপলোড করে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এখনও পর্যন্ত রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সেই তালিকায় সীলমোহর দেননি। আর কিছুদিনের মধ্যেই তার সম্মতি নিয়ে সেই তালিকা চরম চূড়ান্ত আকারে প্রকাশের কথা ছিল। স্বাভাবিকভাবেই তার আগে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584