ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
প্রথমে করোনায় আক্রান্ত হলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে সাহিত্যিকের, তবে শেষ রক্ষা আর হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক হোমেন বোরগোঁহাই।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। কয়েকদিন আগে আচমকাই পড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অসমীয়া ভাষার একটি দৈনিক সংবাদপত্রের প্রধান সম্পাদক ছিলেন তিনি।১৯৭৮ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। তবে ২০১৫ সালে অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার ফিরিয়ে দেন।
আরও পড়ুনঃ নেট দুনিয়ায় নিজের মৃত্যুর খবরে ক্ষুব্ধ শক্তিমান
সাহিত্যিক হোমেন বোরগোঁহাই- এর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাহিত্যিকের শেষকাজে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্তবিশ্ব শর্মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584