সুদীপ পাল,বর্ধমানঃ
বাস মালিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে চালককে হেনস্থার অভিযোগ তুলে গতকাল দিনভর বাস পরিষেবা বন্ধ ছিল পূর্ব বর্ধমানের গুসকরায়।
অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। গুসকরা বাস টার্মিনাস থেকে বর্ধমান, কাটোয়া, আসানসোল, নতুনহাট-সহ একাধিক জায়গায় প্রায় ৫০টিরও বেশি বাস চলে। আউসগ্রাম, মঙ্গলকোটের বিভিন্ন গ্রামের মানুষজন এই বাস স্ট্যান্ডের উপরে নির্ভরশীল হাজারেরও বেশি যাত্রী নিত্যদিনের যাতায়াতের মাধ্যম বাস। দীর্ঘক্ষন অপেক্ষা করেও বাস না পেয়ে মুশকিলে পড়ে ছিলেন তাঁরা।
বাধ্য হয়ে টোটো, মোটর ভ্যানের সাহায্যে গন্তব্যে পৌঁছান।
তৃণমূলপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি আজিজুল হক মল্লিকের দাবি, রবিবার বিকেলে একটি বেসরকারি বাসের চালককে মারধর করেন স্থানীয় এক বাস মালিক। তারই প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ করেছেন এবং অভিযুক্তের শাস্তিও দাবি করেছেন বলে তিনি জানান।
আরও পড়ুনঃ স্থানীয় বিজেপি নেতাকে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আউশগ্রামের ১ ব্লক সভাপতি শেখ সালেক রহমান এবংং বিধায়ক অভেদানন্দ থান্দারের কাছে অভিযোগ জানানো হয়। অভিযুক্ত বাসমালিক শেখ ফুল আলি গুসকরা বাস মালিক সংগঠনের সভাপতি। মারধরের অভিযোগ তিনি অস্বীকার করে বলেন ওই চালক নিয়মিত দেরি করে। বারবার বলার পরেও শোনেনি।
তবে আজ সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584