ওয়েবডেস্কঃ-
কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রায় ৫ কোটি মানুষ ২,৬০০ প্রার্থীকে ভোট দেবেন। ভোটার তালিকায় পুরুষ ২.৫২ কোটি এবং মহিলা ২.৪৪ কোটি। এছাড়াও রয়েছেন ৪,৫৫২ জন রূপান্তরকামী।
উল্লেখ্য,এখানে সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ১১৩টি আসন প্রয়োজন।
বিজেপি প্রার্থীর মৃত্যুর জেরে জয়নগর এবং ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডের জেরে আরআর নগর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ফলে এই দু’টি কেন্দ্র ছাড়া বাকি সমস্ত কেন্দ্রে এদিনই ভোট নেওয়া হবে। এই ভোট যুদ্ধে প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি।তবে এক্স ফ্যাক্টর জেডি(এস)।
রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সরকারি এক আধিকারিক। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১০.৬ শতাংশ।
(ছবি-সংগৃহীত)
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584