সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মহুয়া সরকারের পদত্যাগপত্র জমা দেওয়াকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় এখন তোলপাড়। আচমকা কেন তিনি এইভাবে পদত্যাগপত্র জমা দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
কয়েকদিন আগে উত্তরীয় বিলির পরেও সমাবর্তন উৎসব পিছিয়ে গেছে।সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কের জন্ম হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।উপাচার্য নিমাইচন্দ্র সাহার অফিসে পদত্যাগের বিষয়টি জানিয়ে সোজা রাজভবনের উদ্দেশে রওনা দেন। ঠিক কি কারণে তিনি আচমকাই পদত্যাগপত্র দিলেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। যদিও মহুয়া দেবী তাঁর ব্যক্তিগত কারণ এক্ষেত্রে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ বর্ধমান জেলা জুড়ে নেতাজির জন্মদিবস পালন
সহকারী উপাচার্য ষোড়শীমোহন দাঁ ২০১৮ সালে মার্চ মাসে অবসর নিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা মহুয়া সরকার লিয়েনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহকারী উপাচার্য পদে যোগ দেন তারপরেই। মনে করা হচ্ছে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে উপাচার্য এবং সহকারি উপাচার্যের মধ্যে মতান্তর হচ্ছিল। সমাবর্তন উৎসব পিছিয়ে দেওয়া কে কেন্দ্র করে সেই মতান্তর আরও তীব্র রূপ ধারণ করে।মহুয়াদেবী উপাচার্যকে জানিয়েছেন, তাঁর স্বামী অসুস্থ। কলকাতায় নিয়মিত চিকিৎসা চলছে। এই অবস্থায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চান।
এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্দরে গুঞ্জন ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584