একসাথে বদলি সারদা-নারদা-রোজভ্যালির তদন্তকারী আধিকারিকরা

0
99

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

সারাদা নারদা রোজভ্যালি মামলার তদন্তকারী চার আধিকারিককে একসঙ্গে বদলি করা হল। সিবিআইয়ের হাতে থাকা রাজ্যের হাই প্রোফাইল এই তিন মামলার গুরুত্বপূর্ণ আধিকারিকদের কি কারনে সরানো হলো সে বিষয়ে মুখে কুলপ এঁটেছেন সিবি আই আধিকারিকরা।

at a glance sarada sarada rose valley investigation officer transfer | newsfront.co
প্রতীকী চিত্র

সিবিআই সূত্রের খবর, সারদা মামলার তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধন এবং নারদা মামলার তদন্তকারী আধিকারিককে বদলি করা হয়েছে নয়া দিল্লিতে।

আরও পড়ুনঃ ২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না অভিযুক্তদের, জানাল দিল্লি আদালত

রোজভ্যালি মামলার বর্তমান তদন্তকারী আধিকারিক শোজম শেরপাকে পূর্বতন আধিকারিক ব্রতীন ঘোষালের মতোই বদলি করা হল ভুবনেশ্বরে।

কয়েকদিনের মধ্যেই নতুন আধিকারিক নিয়োগ করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে সব কয়টি মামলার তদন্ত যখন গুরুত্বপূর্ণ অগ্রগতির মুখে দাঁড়িয়ে তখন কেন তদন্তকারী আধিকারিকদের বদলি করা হলো? আচমকা এই পরিবর্তনে তদন্ত গতি হারাবে না তো।

যদিও অন্য একটি অংশের মতে তদন্তে গতি আনতেই এই পরিবর্তন। প্রশ্ন একটাই সারদা নারদা রোজভ্যালির প্রতারিত আমজনতা কি সত্যিই বিচার পাবে নাকি রাজ্য রাজনীতির এই তিন মামলা রাজনৈতিক দাবার বোড় হয়েই থেকে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here