ওয়েবডেস্কঃ-
সারাদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নাটক চলার পর অবশেষে নির্বাচন কমিশন শনিবার চার দফা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানার জন্য।
ছত্রিশগড়ে ভোট হবে দু দফায়-১২ এবং ২০ই নভেম্বর।
মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট হবে ২৮শে নভেম্বর।
রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হবে ৭ই ডিসেম্বর।
কিন্তু সমস্ত রাজ্যে ভোট গণনা হবে ১১ই ডিসেম্বর।
মূখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর বলে দেন যে এই রাজ্যগুলোতে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল।
উল্লেখ্য,আজ দুপুর সাড়ে বারোটায় নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করার কথা থাকলেও তা বিকেল তিনটে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থানের আজমীরে বেলা ১টার সময় সভার জন্য নির্বাচন কমিশন সরকারের চাপে ভোট ঘোষণা পিছিয়ে দেয়।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584