প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কেরল, মৃত্যু অন্তত ১১ জনের

0
82

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত কেরল। ধস নেমেছে রাজ্যের বেশ কিছু জায়গায়। কেরলের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি পরবর্তী যে ধস নেমেছে, তাতে সেরাজ্যে গত ২৪ ঘন্টায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও অন্তত ১২ জন।

Kerala landslide
সৌজন্যে : এএনআই

রবিবার দুপুর ১২ টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। পরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়। শনিবার রাত থেকে রবিবার সকালে কেরলে ধসের কারণে মৃতের সংখ্যা ছিল ৬। এখনও চলছে উদ্ধারকাজ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, অরব সাগরে যে নিম্নচাপ ঘনিয়ে উঠেছে, তার জেরে কেরলের মধ্য ও দক্ষিণ প্রান্তের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী হরপা বানেরও সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, নিম্নচাপের কারণে রবিবার সকাল পর্যন্ত কেরলে অতি ভারী বৃষ্টি হবে। পরবর্তী দু’দিনে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সেইজন্য কেরলের পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের কাশ্মীরে জঙ্গি হানা, নিহত ফুচকাওয়ালা

রবিবার সেরাজ্যের পরিস্থিতি বেশ গুরুতর বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং পঞ্জাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই রাজ্যগুলিতে লাল এবং কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here