শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের কারাপ্পা জেলার একটি নদীর পানি উপচে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো ৫০ জন। বাঁধ নির্মাণে অনিয়মের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্থানীয় ছেয়েরু নদীর পাশে ভিড় করেছিলেন মানুষ। শুক্রবার হঠাৎ করেই তারা বানের মুখে পড়ে। পরে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের সন্ধানে খোঁজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির জেলা কারাপ্পা, জেলার পেঞ্চা নদীর উপনদী ছেয়েরুতে বাঁধ তৈরি করা হয়েছিল আন্নামায়া সেচ প্রকল্পের জন্য। সেই বাঁধের নির্মাণগত কিছু ত্রুটি এবং বেশ কিছু অনিয়মের কারণে এই ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য অন্ধ্রপ্রদেশ-সহ তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বন্যার সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
সতর্কতা সত্ত্বেও শুক্রবার নদীর পানির বাঁধ উপচে যেতে শুরু করে। তাতে ভেসে যায় ছেয়েরু সংলগ্ন বহু গ্রাম। গাড়ী চলাচল ব্যাহত হয়েছে তিরুপতি -কাডাপা হাইওয়ে দিয়ে । খবর অনুযায়ী তিনটি বাস জলের তলায় তলিয়ে যায়। যাত্রীরাও তলিয়ে যায় জলে। এখন পর্যন্ত ৫০ জন নিখোঁজ আছে বলে সূত্রের খবর। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বন্যার গতিবিধি, তাতে নিখোঁজ ও মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584