ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল অব্যাহত।পৃথক পৃথক তিনটি দুর্ঘটনায় অন্তত ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
Mahoba: 3 migrant labourers dead and over 12 injured after a DCM vehicle carrying them overturned on Jhansi-Mirzapur highway, last night. About 17 persons were travelling in the vehicle. Injured were admitted to hospital. pic.twitter.com/NqZhMOq9gk
— ANI UP (@ANINewsUP) May 19, 2020
প্রথম দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ঝাঁসি-মিরাজপুর হাইওয়েতে। ট্রাক উল্টে মৃত্যু হয় ৩ পরিযায়ী শ্রমিকের।
Maharashtra: 4 migrant workers killed, 15 injured after a bus they were travelling in crashed into a truck, in Yavatmal, early morning today. The bus was travelling from Solapur to Jharkhand. pic.twitter.com/kEURdmqTOx
— ANI (@ANI) May 19, 2020
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ইয়াভাতমাল এলাকায়। খুব সকালে এই দুর্ঘটনায় ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫জন। বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল।
Bihar: At least 9 labourers dead & several injured after a truck & a bus collided in Naugachhia, Bhagalpur. The truck in which the labourers were travelling, fell off the road following the collision. Rescue operation underway. pic.twitter.com/rGVxw6xQVh
— ANI (@ANI) May 19, 2020
তৃতীয় দুর্ঘটনার খবর পাওয়া যায় বিহারের ভাগলপুর থেকে।এই দুর্ঘটনায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন:ব্রেকিং নিউজ:শ্রীনগরে যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে যে পরিযায়ী শ্রমিক ভর্তি ট্রাকের সঙ্গে মাসের ধাক্কা লাগলে ট্রাকটি পাশের নালায় পড়ে যায়। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের নওগাছিয়া এলাকায়। পুলিশ এসে উদ্ধার কার্য শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584