ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ২০

0
58

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সবাই। এমন সময় আচমকাই দুলতে থাকে ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে ঘুম চোখেই বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় ঠাঁই নিল হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের।

Earthquake
প্রতীকী ছবি

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দক্ষিণ পাকিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। হারনাইয়ের ১৪ কিমি উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তানের কোয়েট্টা থেকে ১০২ কিমি উত্তর-পূর্বে। ভোর রাতে এই বিপর্যয়ের সময় সকলেই ঘুমাচ্ছিলেন। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, ছাদ ধসে অনেক জায়গাতেই আটকে পড়েছে মানুষ। এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ওই ধ্বংসাবশেষের ভিতরে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের, চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুনঃ ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোয় অষ্টমী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

এই ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বালোচিস্তানের শহর হারনাই। যার ফলে ওই শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ এবং মোবাইল ফোন পরিষেবা৷ আগামী কয়েক ঘণ্টায় ওই এলাকায় আফটার শকের প্রভাব থাকতে পারে। সেই কারণেই স্থানীয় প্রশাসনের তরফে হারনাই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here