নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গতকাল রাত ৩ টে নাগাদ বাংলাদেশের ঝালকাঠিতে মাঝনদীতে দাউদাউ করে জ্বলে উঠল একটি যাত্রীবাহী লঞ্চ। ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৪৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক মহাম্মদ জোহর আলী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণে বরগুনার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি-১০ অভিযান’ নামে ওই যাত্রীবাহী লঞ্চটি। রাত প্রায় ৩ টে নাগাদ ঝালকাঠির সুগন্ধা নদীতে যাওয়ার সময় আচমকাই আগুন লেগে যায়। আগুন লাগার পর লঞ্চটিকে নদী তীরের দিয়াকুল এলাকায় নোঙর ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। প্রাণ বাঁচাতে কেউ কেউ ঝাঁপ দেন নদীতে, তবে তার আগেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বহু যাত্রীর। প্রায় ১ হাজার জন যাত্রী ছিলেন ওই লঞ্চে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। চলছে উদ্ধার কাজ, যদিও ঘন কুয়াশার কারণে উদ্ধারকার্যে সমস্যা হয় উদ্ধারকারী দলের। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন ঘর থেকেই এই আগুন লাগে।
আরও পড়ুনঃ করোনার থাবায় বির্পযস্ত নদীয়ার এক স্কুল! একসাথে আক্রান্ত ২৯ জন পড়ুয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584