তাইওয়ানে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত অন্তত ৩৬, গুরুতর আহত একাধিক

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পূর্ব তাইওয়ান এলাকায় সুড়ঙ্গের মধ্যে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলে যাত্রী বোঝাই একটি ট্রেন । এখনও পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আটকে রয়েছেন আরও কয়েকজন।চলছে উদ্ধার কাজ।

taiwan train acciident | newsfront.co
ছবিঃ সি এন এন

তাইওয়ানের উপকূলীয় শহর হুয়ালিয়েন-এ শুক্রবার স্থানীয় সময় সাড়ে নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন স্থানীয় হাসপাতালগুলিকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, সুড়ঙ্গে ট্রেনের মধ্যে আটকে থাকা যাত্রীদের জীবিত অবস্থায় বার করে আনাই এখন অগ্রাধিকার।

আরও পড়ুনঃ ১০বছর বয়সী নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে ফাঁসির সাজা উত্তরপ্রদেশের আদালতের

সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের চাকা লাইন থেকে নেমে গিয়ে লাইনের ধারে ধাতব পিলারে আঘাত করেছে। আর সঙ্কীর্ণ সুড়ঙ্গের ভিতর থেকে কোনওক্রমে বেরিয়ে আসছেন মানুষ।রেলওয়ে পুলিশের তরফে ৩৬ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে। যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে ৬১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো ৭২ জন এখনও ট্রেনে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে উদ্ধার হওয়া এক মহিলা তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “হঠাৎ বিকট শব্দ করে ট্রেন কোথাও একটা ধাক্কা মারে। আমরা সবাই আসন থেকে ছিটকে পড়ি। বহু মানুষ আহত হয়েছেন। আমরা কোনও রকমে জানালা ভেঙে বেরিয়ে আসি।”

আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় ভোটের পর বিজেপি বিধায়কের গাড়ি করে ইভিএম নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল

সামনেই তাইওয়ানের বার্ষিক উৎসব টোম্ব সুইপিং ফেস্টিভাল। তার আগে এই দুর্ঘটনায় গোটা দেশে শোকের ছায়া।৮টি বগির ট্রেনটি প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে রাজধানী তাইপেই থেকে দক্ষিণপূর্বের শহর তাইটুংয়ের উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে একটি টানেলের কাছে নির্মাণকাজ চলছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলির অনুমান তার কোনও সামগ্রীর সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার কারণ জানতে শুরু করেছে প্রশাসনিক তদন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here