মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
টানা বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডের একাধিক জেলায়। জলের তোড়ে বাড়িগুলি হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে নদীগর্ভে। উত্তরখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে নৈনিতালের। উত্তরাখণ্ড থেকে যে তিনটি সড়কপথে নৈনিতাল যাওয়া যেত, সেই সড়কপথগুলি ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্ধ হয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও। শুধু নৈনিতাল নয়, প্রবল বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত কাঠগোদাম, রুদ্রপুর ও লালকৌনের সমস্ত রাস্তা ও সেতু। এমনকি রেললাইনও ভারী বৃষ্টি ও ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
Uttarakhand: A stretch of road being cleared with the help of machines in Jeolikote of Nainital district, near which an incident of landslide took place. pic.twitter.com/ZDYTQs5xlI
— ANI (@ANI) October 20, 2021
আরও পড়ুনঃ বেড়াতে গিয়ে ধস ও বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে আটকে ১৪ জন বাঙালি পর্যটক
সরকারি সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সে রাজ্যে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে নৈনিতালে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ হিসাবে তাঁদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, এই বিপর্যয়ে যাঁরা বাড়ি-ঘর খুইয়েছেন তাঁদেরও ১ লক্ষ ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584