প্রবল বৃষ্টির জেরে প্লাবিত নিউ ইয়র্ক, হড়কা বানে মৃত কমপক্ষে ৪৬ জন

0
52

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন নিউ ইয়র্ক। শহরের জলযন্ত্রণার এই দৃশ্য সত্যিই বেদনাদায়ক। হ্যারিকেন ইদার দাপটে বদলে গেছে আমেরিকার নিউইয়র্কের চিত্র। ইদার প্রভাবে বৃহস্পতিবার রাতে হড়কা বানে নিজেদের বাড়িতে এবং রাস্তায় থাকা গাড়ির মধ্যে আটকেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪৬ জনের। গত কয়েক দশকের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নিউইয়র্কে এত মানুষের মৃত্যু কার্যত নজিরবিহীন।

New york flash flood
সৌজন্যেঃ এনডিটিভি

‘ইদা’র বিপদ সংকেত আগেই ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হ্যারিকেনের হাত ধরে টর্নেডো, বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে নিউইয়র্কে। বুধবার মেরিল্যান্ড, কানেটিকাটে শুধুমাত্র ঝড়ের দাপটেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রকোপে নিউ জার্সিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। এমনটাই জানিয়েছেন সেখানকার গভর্নর ফিল মারফি।

আরও পড়ুনঃ গুজরাটে ফের খুলল স্কুলের দরজা, শুরু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন

তিনি জানিয়েছেন, মৃতদের অধিকাংশই তাঁদের গাড়িতে আটকে পড়েছিলেন। হড়কা বানের কারণে নিউ ইয়র্কে একটি আবাসনের নিচতলায় এতটাই জল জমেছে যে সেখানেই আটকে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। প্রকৃতির এই তাণ্ডব দেখে একইসঙ্গে ভীত ও বিস্মিত হচ্ছেন নিউইয়র্কবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here