হাইতিতে ভয়াবহ ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ গেল ৫০-এর অধিক জনের

0
53

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ক্যারিবিয়ান দেশ হাইতির উত্তরাংশে একটি পেট্রলবাহী ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন এবং ৪০ টি বাড়ি ভস্মীভূত হয়েছে। হাইতির শহর ক্যাপ-হাইতিয়েনে সোমবার রাতে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন। হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ঘটনাকে ‘ধ্বংসাত্মক’ আখ্যা দিয়েছেন।

Haiti gas tanker explosion
সৌজন্যেঃ এএফপি

তিনি টুইট করেন, দেশজুড়ে তিন দিনের শোক পালন করা হবে। হতাহতদের জন্য শান্তি কামনা করা হবে। হাইতিবাসী এই ঘটনায় শোকসন্তপ্ত। তিনি জানান, তাঁর কর্মকর্তারা আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য ওখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে।

ক্যাপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক অ্যালমোনর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে প্রথমে বলেন, বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জন মারা গেছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের ২০টি বাড়ি পুড়ে গেছে। তিনি মৃত্যুর সংখ্যা বাড়বে বলে মনে করেন। কারণ যারা তাদের বাড়িতে মারা গেছে তাদের এখনও গণনা করা হয়নি। তিনি বলেন, এটা ভয়ানক, যা ঘটেছে। আমরা অনেক জীবন হারিয়েছি।তিনি আরো বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের সাহায্য করার জন্য আরো নার্স, চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন।

আরও পড়ুনঃ বিমানে মালপত্র তুলতে গিয়ে মুম্বাইয়ে ঘুম! ভাঙল আবুধাবিতে এক বিমান কর্মীর

বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালে হাইতি জুড়ে ব্যাপকভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত দেশটায় নানা সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে। বিভিন্ন জায়গায় নানাভাবে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গিয়েছে বিভিন্ন গ্যাংকে। গত এক মাসে তাদের হিংসা ও দেশজুড়ে প্রতিবাদের জেরে ট্যাঙ্কারে জ্বালানি বোঝাই করা যাচ্ছিল না। যার জেরে দেশজুড়ে বন্ধ হয়ে যায় বহু ব্যবসা, দেখা দিয়েছে ব্যাপকভাবে অর্থনৈতিক সংকট।

আরও পড়ুনঃ লখিমপুর খেরী কান্ডে নয়া মোড়! তদন্তকারী দলের রিপোর্টে চাপে অভিযুক্ত আশিস মিশ্র সহ অন্যরা

এমন উদ্বেগজনক ও কঠিন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা পরিস্থিতিকে আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে। হাইতি অবস্থিত রাষ্ট্রসংঘের বিশেষ দফতর এই ঘটনায় সমবেদনা প্রকাশ করে, পরিস্থিতি মোকাবিলায় একসাথে কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here