পুণেতে নির্মীয়মাণ শপিং মলের স্ল্যাব ভেঙে ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৬ শ্রমিকের, আহত বেশ কয়েকজন

0
52

 শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

গতকাল বৃহস্পতিবার প্রায় মাঝরাতে পুণে শহরের ইয়েরবদা এলাকার শাস্ত্রীনগরে একটি নির্মীয়মাণ শপিং মলের একটি অংশ ধসে পড়ে নিহত হয়েছে অন্তত ৬ জন শ্রমিক এবং বেশ কিছু জন আহত হয়েছেন।

Pune Under Construction Building Collapse
সৌজন্যেঃ এএনআই

স্থানীয় পুলিশ আধিকারিকের বয়ান অনুযায়ী, “বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ মলের একটি স্ল্যাব ভেঙে দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনাটি ঘটার সময় শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। দূর্ঘটনায় ৬ জন শ্রমিক নিহত হয়েছে এবং ৫-৬ শ্রমিক আটকে পড়েন।” তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ।

ইতিমধ্যে পুলিশ এবং দমকল কর্মীরা মিলে নিহত ৬ জন সহ আহতদের শহরের অন্যতম হাসপাতাল সাসুন হাসপাতালে নিয়ে গিয়েছেন। তবে নিহতের এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধারে সর্বোপরি প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় ইয়েরওয়াদা থানার এক পুলিশ আধিকারিক গণমাধ্যের সামনে অভিযোগ তুলে বলেন, “পুণেতে বিভিন্ন জায়গায় নগরায়নের নামে বহু ভবন গড়ে তোলা হচ্ছে। আর এই সমস্ত ভবন গড়ার ধরন নিম্নমানের হওয়ায় বিগত বছরগুলোতে বহু ভবন ভেঙে পড়েছে। আর এই দূর্ঘটনার বলি সাধারণ হতভাগ্য শ্রমিকরা।”

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের জুন মাসে এমন ভয়াবহ দূর্ঘটনা ঘটে। পুণের কোন্ধওয়া এলাকায় একটি ভবনের দেওয়াল ধসে ১৫ জন শ্রমিক ও তাঁদেরই ৪ জন শিশু মারা যায়। ২০১৭ সালে অক্টোবর মাসে পুণের দত্তওয়াড়ি নামক জায়গায় একটি ভবনের স্ল্যাব ভেঙে তিনজন শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হন। অন্যদিকে ২০১৬ সালে জুলাই মাসে পুণের বালেওয়াড়ি শহরে একটি নির্মীয়মাণ ভবনের একটি অংশ ভেঙে ৯ জন শ্রমিক নিহত হন।

আরও পড়ুনঃ প্রচার সেরে ফেরার পথে AIMIM নেতা ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

এছাড়াও ২০১২ সালের ডিসেম্বরে শহর থেকে ২০ কিমি ভিতরে ওয়াঘোলিতে এটি নির্মীয়মাণ ভবনের স্ল্যাব পড়ে ১৩ শ্রমিক নিহত হন। উক্ত বছরই সেপ্টেম্বর মাসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে শহরের অন্যপ্রান্তে। সেখানে একটি চারতলা আবাসিক ভবনের একাংশ ভেঙে ছয়জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here