ওয়েবডেস্কঃ
” ইসলাম ধর্মের অর্থ যেমন শান্তি , ঠিক আল্লাহর ৯৯ নামের মধ্যে ভায়োলেন্সের কোন স্থান নেই। সেরকমই প্রত্যেক ধর্মেই শান্তি সৌভাতৃত্ব বিরাজমান।” আজ আবুধাবীতে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো – অপারেশনের সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।নাম না করে সন্ত্রাসবাদের সহযোগিতা করার জন্য পাকিস্তানকেও বিঁধতে ভোলেননি তিনি।
১৯৬৯ সালে গঠিত এই সংস্থার সদস্য বর্তমান বিশ্বের প্রায় ৫৭ টি মুসলিম দেশ । বিশ্বের মুসলিম দেশ গুলির বিভিন্ন সমস্যা আলোচনা করার জন্য এই সংস্থা এবারের ৪৬ তম বিদেশ মন্ত্রীদের অধিবেশনে ৫ টি পর্যবেক্ষক রাষ্ট্রের পাশাপাশি মুসলিম জনসংখ্যার নিরিখে ভারতকেও আমন্ত্রণ জানায়। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে গেস্ট অফ অনার দিয়ে সসম্মানে এই অনুষ্ঠানে স্বাগত জানায় সংস্থার সদস্যরা।
এদিকে পুলওয়ামা হামলার জেরে ভারত পাক টেেেন অব্যাহত। ওআইসি এর অনুষ্ঠানে সুষমা স্বরাজকে গেস্ট অফ অনার দেওয়ায় বেঁকে বসে পাকিস্তান । পাকিস্তান বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি আগেই জানিয়েছেন যে তিনি আবুধাবীতে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এর আলোচনা চক্রে অংশগ্রহণ করবে না । সংসদের যৌথ অধিবেশনে পাক বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানান , “সুষমা স্বরাজকে গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রিত করায় নীতি অনুযায়ী, আমি কাউন্সিল অফ ফরেন মিনিস্টার বৈঠকে যোগ দিচ্ছি না ” তিনি আরও বলেন, “পাকিস্তানের বিষয় তুলে ধরতে থাকবেন অধস্তন আধিকারিকরা।”
এসবের মধ্যে আবুধাবিতে আয়োজিত বিদেশ মন্ত্রীদের এই আলোচনা চক্রের অনুষ্ঠানে ভারত-পাকিস্তান দুই দেশের উপস্থিতি কিছুটা হলেও শান্তির বার্তা আনতে পারতো । তবে এর মধ্যে পাকিস্তানের বিদেশমন্ত্রীর প্রত্যক্ষ ভাবে যোগ না দেবার ইঙ্গিত চলতে থাকা ভারত-পাক বিবাদকে হয়তো আরও ত্বরান্বিত করলো ।(ছবি সৌজন্যে-দ্যা হিন্দু)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584