দেশের থেকে পাচ্ছি গর্ব তো হবেইঃ মৌমা

0
100

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস পদক জয়ী বাঙালি টেবিল টেনিস তারকা মৌমা দাস পদ্মশ্রী পাচ্ছেন। বাঙালির কাছে যা এক গর্বর মুহূর্ত।

Mouma Das | newsfront.co

ব্যস্ততার মাঝে অনেকের ফোনই ধরতে পাচ্ছেন না, সেই ব্যস্ততার মাঝে নিউজফ্রন্টের পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান, “গর্ব তো বটেই দেশের থেকে পাচ্ছি। কি করতে পেরেছি জানি না তবে দেশ যে আমার কথা এই পুরস্কারের জন্য ভেবেছে সেটাই অনেক।কত বড় ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছে এবারে আমি পেলাম আনন্দ তো হবই।

নিজের মেয়েকে এই পুরস্কার উৎসর্গ করে মৌমা বলেন, “ছোটোবেলায় আমার দুষ্টুমিতে রাশ পরাতে টেবিল টেনিসে ভরতি করে দিয়েছিলেন। সেই দৌড় যে পদ্মসম্মান অর্জন করবে তা কল্পনায় ছিল না। এই লড়াইয়ের জন্য পরিবারের সকলকে কৃতিত্ব দিচ্ছি।”

আরও পড়ুনঃ এডুকে ছাড়া নর্থ ইস্ট ম্যাচে এটিকে- মোহনবাগান

এরপরই তিনি বলেন, “বিয়ের আগে বাবা-মা পাশে থেকেছেন। কোচেদের অবদান ভুলি কি করে! এখন শ্বশুরবাড়ির সকলে এবং স্বামী কাঞ্চন আমার সবচেয়ে বড় সমর্থক। ওঁদের জন্য আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here