আইএসএলের উদ্বোধনে স্পেনিশ মস্তিষ্কের যুদ্ধ

0
70

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

লড়াই মোহনবাগানের আবেগ না ভুলেও লড়বেন কিবু কেরালাকে ছাড়বেন না সন্দেশ। লড়াইটা দুই স্পেনিশ মস্তিষ্কের এটিকে -মোহনবাগানের আন্তেনিও হাবাস ও কেরালা ব্লাস্টার্সের কিবু ভিকুনার। তবুও আইএসএলের উদ্বোধনী ম্যাচে দুই স্পেনিশ কোচের ডুয়েলকে ছাপিয়ে যাবে দুই দলের দুই প্রাক্তনীর নিজেদের প্রমান করার লড়াই।

coach | newsfront.co

আরও পড়ুনঃ খুশির খবর ফিট হওয়ার পথে ঋদ্ধি ও ইশান্ত

মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে কিছুটা নস্ট্যালজিক বাগানের প্রাক্তন কোচ কিবু। মোহনবাগান এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে নয়া এন্টিটি তৈরি হওয়ায় আইলিগ জেতানোর পরেও তাঁর চুক্তি নবীকরণ হয়নি। কারণ আইএসএল দেওয়া আন্তোনিও লোপেজ হাবাসকে সরানোর কোনও অবকাশই ছিল না এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কারণ হাবাস আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন। তবে আইলিগ দেওয়া কোচকে দেশে ফিরতে হয়নি। তাঁর কোচিং দর্শনে মুগ্ধ কেরালা ব্লাস্টার্স কিবুকে তাঁদের নতুন কোচ হিসেবে নিয়োগ করে। আগামীকাল সামনে সেই এটিকে-মোহনবাগান।

footballer | newsfront.co

হাবাসের সঙ্গে মগজাস্ত্রের লড়াইয়ে নামার আগে বাগানের আইলিগ জয়ী কোচ বলছেন, “মোহনবাগান নিয়ে এখনও আমার সমান আবেগ। ওরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল। আমার অনেক বন্ধু ওখানে। তবে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েও আমি খুশি।

আরও পড়ুনঃ বিরাটের মধ্যে সৌরভকে খুঁজে পান বুকানন

এই দলেরও পরিবেশ খুব ভালো আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখানেও আমি দারুণ অভ্যর্থনা পেয়েছি।” কিবু আরও বলছেন, ” প্রাক প্রস্তুতি বেশ কিছুটা কম হয়েছে। আনকোরা একটা দলের জন্য আরও কয়েকটাদিন অনুশীলন জরুরি ছিল। আমার দলে এমন ফুটবলারও রয়েছে যার তিনদিন আগে কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তবে সব দলেরই এমন সমস্যা রয়েছে। আমি এটাকে অভিযোগ বা অজুহাত হিসেবে দেখতে চাই না। যা আছে তাই নিয়েই নিজের সেরাটা দেব।”

অন্যদিকে এটিকে মোহনবাগানের সন্দেশ তার পেমেন্ট না বাড়ানোর জন্য কেরালা ছেড়ে এটিকে-মোহনবাগানে চলে আসেন। কেরালাকে আবার দুবার ফাইনাল জেতাতে পারেননি ভারতের এই মুহূর্তে সেরা ডিফেন্ডার। সন্দেশের কথায়, ‘‌‘‌দু’‌বার ফাইনালে উঠে জিততে না পারলে কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার।এটিকে–মোহনবাগানে এসেছি চ্যাম্পিয়ন হয়ে সেই যন্ত্রণা দূর করতে।

আরও পড়ুনঃ সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ করল বিসিবি

সেই সঙ্গে আরও দু’‌টো লক্ষ্যও আছে। এক, ফের লিগ টেবিলের শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা। দুই, এবার এএফসি কাপ জেতা।’‌’‌ অন্যদিকে এটিকে-মোহনবাগান কোচ হাবাস আবার তার প্রতিদ্বন্দ্বি কোচ কিবুর প্রশংসায় পঞ্চমুখ তিনি জানান,“কিবু ভিকুনার সময় ভাল গিয়েছে মোহনবাগানে। গত বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আইএসএল অবশ্য ভিন্ন টুর্নামেন্ট। প্রতিপক্ষ হলেও ওকে শ্রদ্ধা করি। তবে মাঠে জমি ছেড়ে দেবো না।”

একদিকে কিবু ও সন্দেশের নিজেদের প্রমান করার লড়াই অন্যদিকে হাবাসের মর্যাদার যুদ্ধ আইএসএলের উদ্বোধনেই শুরু হল টানটান লড়াই সেটা বলার অপেক্ষা রাখে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here