অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
শুক্রবারের আইএসএল ডার্বি। গত কয়েক বছরে দুই প্রধানে বাঙালি প্লেয়ার না থাকলেও এবার দুই প্রধানের দলেই আছে বেশ কয়েকজন বাঙালি ফুটবলার। এবার এটিকে-মোহনবাগানের গোল রক্ষক অরিন্দম ভট্টাচাৰ্য অতীতেও খেলেছেন বড় ম্যাচ। তবে জয়ের স্বাদ এখনও পেয়ে উঠতে পারেননি। আইএসএল মঞ্চে সেই অপূর্ণতা পূরণ করে নিতে চান এটিকে-মোহনবাগান দলের গোলকিপার।
তাঁর কাছে ডার্বির গুরুত্ব অন্যরকম। কোচ লোপেস আন্তোনিও হাবাস যে পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করেছেন, তার মধ্যে অরিন্দমও অন্যতম। তিনি বলেছেন, “সবুজ-মেরুন জার্সিতে একবারই ডার্বি খেলার সুযোগ হয়েছিল।
আরও পড়ুনঃ গোলাপি বল ভয় করছেন না শাস্ত্রী
কিন্তু সেবার যুবভারতীতে ঝামেলায় ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার পরে গোয়া চলে যাই। কোনও দিন বড় ম্যাচ খেলার সুযোগ পাইনি এবার ফের সুযোগ এসেছে সেটা কাজে লাগিয়ে দলকে জেতানোই আমার লক্ষ্য। কত লোকের প্রার্থনা আশা থাকে আমি মোহনবাগান সমর্থকদের হাসি মুখ দেখতে চাই এই ডার্বির পরে।“
দলের ডিফেন্স নিয়ে তিনি জানান,” সন্দেশের মত লোক আছে সেই জায়গায় আমাদের ডিফেন্সই সেরা ডিফেন্স কেরালা ম্যাচে তো আমার কাছে বলই এল না এটাই চিন্তার।“
আরও পড়ুনঃ আমাদের বোলিং অস্ট্রেলিয়াকে স্বস্তিতে থাকতে দেবে নাঃ বুমরাহ
অন্যদিকে প্রণয় হালদার বলছেন,”এই ম্যাচ অনেক খেলেছি তো নতুন না আর একটা বড় ম্যাচ জিতে সমর্থকদের উপহার দেব। ওদের চিৎকার মাঠে শুনতে না পেয়ে মিস করব তাই ওদের জয়টা উপহার দেবো। আর নিজের ডার্বি খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ম্যাচে যত সম্ভব হালকা থাকতে হবে আর গোয়াতে ম্যাচ মাঠে লোক নেই হালকা তো থাকা যাবেই।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584