দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়ে গোল না করতে পারায় হার, বলছেন হাবাস

0
42

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

coach | newsfront.co

মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বেশি গোলের সুযোগ তৈরি করতে না পারার জন্যই যে শেষ পর্যন্ত হারতে হল তাঁদের, তা কার্যত স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এদিন ফতোরদা স্টেডিয়ামে গুয়াহাটির দলের কাছে ১-২ হারের পরে সাংবাদিকদের কাছে এমনই স্বীকারোক্তি করেন তিনি। এছাড়া তাঁর দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসকে যে চোটের জন্যই পুরো ম্যাচে খেলাতে পারেননি, সে কথাও জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

মঙ্গলবার ফতোরদা স্টেডিয়ামে ৬০ মিনিটের মাথায় পর্তুগীজ ফরোয়ার্ড লুই মাচাডোর গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। তার ১২ মিনিট পরেই এই গোল শোধ করেন হাবাসের দলের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। কিন্তু তার ৯ মিনিট পরেই উরুগুয়ের মিডফিল্ডার ফেদরিকো গালেগোর জয়সূচক গোল নর্থইস্ট ইউনাইটেডকে তাদের চতুর্থ জয় এনে দেয়।

আরও পড়ুনঃ ১৮ ফেব্রুয়ারী চেন্নাইয়ে আইপিএলের নিলাম

ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা বেশি (গোলের) সুযোগ তৈরি করতে পারিনি। আক্রমণে উঠেছি ঠিকই, কিন্তু গোল করার মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। মাচাডো ও গালেগো দুজনেই ভাল খেলোয়াড়। ওরা সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে নিয়েছে।”

তবে হাবাসের মতে, প্রথমার্ধে তাঁর দল প্রতিপক্ষের চেয়ে ভাল ফুটবল খেলে। তিনি বলেন, “প্রথম ৪৫ মিনিটে বিপক্ষের চেয়ে আমরা ভাল খেলেছি। তবে গোল করতে পারিনি।” ডেভিড উইলিয়ামসের চোটের জন্য যে তাঁকে বসিয়ে দিতে হয়, সে কথা জানিয়েও হাবাস বলেন, “উইলিয়ামসের চোটের জন্য ওকে বসিয়ে মনবীরকে নামাতে হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here