এএফসি কাপে গ্রুপ ডি-তে টিম হাবাস

0
89

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

২০২১ এএফসি কাপে এটিকে মোহনবাগান গ্রুপ ডি-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের মাজিয়া এসঅ্যান্ডআরসি। এছাড়া সাউথ জোন প্লে অফ রাউন্ডের সেরা দলও এই গ্রুপে খেলবে।

atk mohon bagan | newsfront.co

২০১৯-২০-র আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে এটিকে মোহনবাগান এবছর এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবছর এটিকে-র সঙ্গে তারা হাত মেলানোয় সম্মিলিত নতুন ক্লাবই এই টুর্নামেন্টে খেলবে। গতবার আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটিকে-র এই টুর্নামেন্টে কোয়ালিফাইং রাউন্ড ২-এ খেলার কথা ছিল। কিন্তু সেই জায়গায় তৃতীয় স্থানীধিকারী বেঙ্গালুরু এফসি খেলবে এই পর্বে।

এই পর্বে বেঙ্গালুরুকে মুখোমুখি হতে হবে নেপালের আর্মি ক্লাব বা শ্রীলঙ্কা পুলিশের মধ্যে যে কোনও একটি দলের। রাউন্ড ২-এর অপর ম্যাচে বাংলাদেশের আবাহনী ঢাকার মুখোমুখি হবে মালদ্বীপের ক্লাব ইগলস বা ভুটানের থিম্পু সিটি। বেঙ্গালুরু ও আবাহনীর দু’টি ম্যাচই হওয়ার কথা ১৪ এপ্রিল।

আরও পড়ুনঃ ভারতের ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা

এই দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে প্লে-অফ ম্যাচে, যে ম্যাচের জয়ী দলই হবে এটিকে মোহনবাগানের গ্রুপের চতুর্থ প্রতিদ্বন্দী। অর্থাৎ, একই গ্রুপে সবুজ-মেরুন ব্রিগেডের সঙ্গে বেঙ্গালুরু এফসি-রও থাকার সম্ভাবনা রয়েছে। এ বছর এএফসি-র সব আন্তঃক্লাব প্রতিযোগিতাই হবে একটি নির্দিষ্ট ভেনুতে। এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও ঠিক না হলেও, সিদ্ধান্ত হয়েছ, তা হবে ১৪ মে থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here