অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএসএলের দ্বিতীয় এডিশনের সূচি ঘোষণা আগামী ১৯ ফেব্রুয়ারি গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। যদিও সেমি ফাইনাল ও ফাইনালের দিন এখনও ঠিক করেনি এফএসডিএল।
আরও পড়ুনঃ সৌরভকে দেখতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
আরও পড়ুনঃ মারাদোনার ছবির তলায় কোকেন পাচার
আগামী ২৮ ফেব্রুয়ারী খেলা গ্রুপের শেষ ম্যাচ এটিকে মোহনবাগান ও মুম্বই এফসির গত ২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে আয়োজিত হয়েছিল আইএসএলের প্রথম বাঙালির ডার্বি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। স্প্যানিশ কোচ হাবাস উড়িয়ে দেন ব্রিটিশ ফাউলারের স্ট্রাটেজিকে।
আরও পড়ুনঃ সৌরভের আরোগ্য কামনায় বিরাটরা
এই মুহূর্তে মোহনবাগান, মোট ৮টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৭। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে মোহনবাগান, ২টি ড্র। তাদের হারতে হয়েছে ১টি ম্যাচ। অন্যদিকে ফাউলারের ইস্টবেঙ্গল ৭ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে রেখেছে তিনটে ড্র ও চারটে হার হয়েছে। তবে ডার্বি যুদ্ধ চাপের লড়াই তাই সেই মর্যাদার যুদ্ধে জিততে পারে কিনা ইস্টবেঙ্গল! এখন সেটাই দেখার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584