অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
জয়ের চাকা আটকে গেল নাকি এটিকে-মোহনবাগানের! অন্তত শুক্রবারের হায়দ্রাবাদ ম্যাচ দেখলেই তেমনটাই মনে হবে প্রথম তিন ম্যাচে জয়। তারপরই জামশেদপুর এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল। শুক্রবার ফের একবার পয়েন্ট নষ্ট করল এটিকে মোহনবাগান। ১–১ গোলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সঙ্গে ড্র করল সবুজ–মেরুন ব্রিগেড। আর সব থেকে বড় কথা হেড কোচের অনুপস্থিতিতেই শক্তিশালী এটিকে মোহনবাগানকে রুখে দিল হায়দ্রাবাদ।
একই সঙ্গে বাংলার সুব্রত পাল দেখিয়ে দিলেন যে তিনি এখনও ফুরিয়ে যান নি। অন্তত প্রথমাধে যে সব বাজপাখির মত এই বয়সে এসেও সেভ করলেন সেটা অনেক অক্সিজেন দেয় হায়দ্রাবাদকে। ম্যাচের আগে হাবাস জানিয়েছিলেন, রক্ষণ নিয়ে চিন্তায় রয়েছেন। আর গোটা ম্যাচে সেই রক্ষণ সামলাতে গিয়েই পয়েন্ট নষ্ট করল রয় কৃষ্ণরা। ফের প্রশ্ন রয়ে গেল রেকর্ড দরে সন্দেশ কি করছেন! তাকে একদমই আহামরি লাগেনি ।
বাকি ম্যাচ গুলোতে দ্বিতীয়ার্ধে গোল করলেও এদিন অবশ্য হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মকভাবে শুরু করে হাবাসের ছেলেরা। কিন্ত হায়দ্রাবাদের গোলে ছিলেন সোদপুরের মিস্টু সফল হয়নি মোহনবাগান। প্রবীর–রয় কৃষ্ণ–ইনম্যান সফল হলেন না। অন্যদিকে, হায়দরাবাদও বেশ কিছু সুযোগ পেয়েছিল।
আরও পড়ুনঃ এক পয়েন্টকে ইতিবাচক দেখছেন ফাউলার
কিন্তু প্রথমার্ধে তাঁরাও গোল করতে পারেনি এটিকে -মোহনবাগানের গোল রক্ষক অরিন্দম ভট্টাচাৰ্য গোল হতে দেন নি। প্রথমার্ধে আর গোল হয়নি। এরপর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে ডার্বির নায়ক মনবীর হায়দ্রাবাদ গোলে ঢুকে দর্শনীয় গোল করে যান। তবে গোল করার কিছুক্ষন পরে মনবীর তাঁদের বক্সে হায়দ্রাবাদের নিখিল পূজারিকে ফাউল করেন পেনাল্টি পায় হায়দ্রাবাদ তাঁদের ভিক্টর গোল করতে ভুল করেননি। সান্তনার এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল টিম হাবাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584