অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ফিরে আসতে বোধহয় মোহনবাগানের সবুজ-মেরুন জার্সিই পারে! রবিবার কিবু ভিকুনার কেরালা ব্লাস্টর্সের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও তিন গোল দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল টিম হাবাস।
আর দুই গোল করে সবুজ মেরুনের নায়ক সেই রয় কৃষ্ণই। রয়ের জোড়া গোল ছাড়াও ওপর একটি গোল করেন প্রথম বার নামা মার্সেলিনহোও।
এই জয়ের ফলে ১৪ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট অর্জন করল এটিকে মোহনবাগান। লিগ তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল এটিকে -মোহনবাগান ।উন্নতি হল না টিম ভিকুনার ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে নেমে গেল কেরালা ব্লাস্টার্স।
আরও পড়ুনঃ আগামী এক মাস নিষিদ্ধ জিম, জানালেন সৌরভের চিকিৎসক
এদিন গোল পেতে প্রথমার্ধের শুরুর দশ মিনিট আক্রমণে ঝড় বইয়ে দেয়। ওড়িশা এফসি থেকে এটিকে মোহনবাগানে আসা মার্সেলিনহো এবং পরিচিত রয় কৃষ্ণকে সামনে রেখে উঠে আসতে থাকে কলকাতার ক্লাব।
অন্যদিকে মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেও গোল পায় কেরালা ম্যাচের ১৪ মিনিটে হুপারের দূরপালার শর্ট ধরতে ব্যর্থ হয় এটিকে-মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচাৰ্য এক গোলে এগিয়ে থাকে কেরালা প্রথমার্ধে।
আরও পড়ুনঃ শেষ হল আইএফএ’র ‘সি’ লাইসেন্স প্রদান পর্ব
এরপর দ্বিতীয়ার্ধে শুরুতে ডিফেন্স ভুল চোখে পড়ে মোহনবাগান ডিফেন্স আর তার লাভ তুলে ৫১ মিনিটে কেরালার কোস্তা গোল করে যান। যদিও এরপর ফিরে আসে টিম হাবাস। ম্যাচের ৫৯ মিনিটে মনবীরের থ্রু দিয়ে গোল করে যান মার্সেলিনহো। আর ব্রাজিলিয়র গোলের পরে ৬৫ মিনিটে পেনাল্টি পায় এটিকে -মোহনবাগান, পেনাল্টি থেকে গোল করে যান রয় কৃষ্ণ।
ম্যাচে সমতা ফেরানোর পরে ৮০ মিনিটে মার্সেলিনহোকে সরিয়ে জাভিকে নামান হাবাস। আক্রমণের গতি বাড়ে আর ৮৭ মিনিটে একক দক্ষতায় গোল করে রয় কৃষ্ণ এটিকে -মোহনবাগানের জয় এনে দেন। বল পজিশনে এগিয়ে থেকেও হারতে হল কেরালাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584