অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পুরোনো বছরের মতো নতুন বছরের শুরুটাও জয় দিয়ে শুরু করলো এটিকে-মোহনবাগান। ২-০ গোলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলে তালিকায় শীর্ষে উঠে এল টিম হাবাস।
টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলোর মত এদিনও বিপক্ষকে প্রথমার্ধে খাটিয়ে দ্বিতীয়ার্ধে কাহিল করল টিম হাবাস। রবিবার প্রথমার্ধে দু’দলই রক্ষণাত্মক ফুটবল খেলে। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। পুরোনো স্ক্রিপ্ট অনুযায়ী দ্বিতীয়ার্ধে বদলে গেল সবুজ-মেরুন ব্রিগেডের ছবিটা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১মিনিটে গোল করেন রয় কৃষ্ণ।
আরও পড়ুনঃ নতুন বছরে ওড়িশা ম্যাচ জিতে আইএসএলে জয়ের খাতা খুলল ইস্টবেঙ্গল
আর ৫৮ মিনিটে নর্থ ইস্টের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় সবুজ মেরুন ব্রিগেড। তবে এদিন নর্থ ইস্ট অনেক সহজ গোল মিস করে। এই ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে টিম হাবাস। তাঁদের থামানো যাবে বলে মনে করছে না ফুটবল বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584