পরপর দুই ম্যাচ হেরে লীগ তালিকায় পঞ্চম স্থানে নেমে এল মোহনবাগান

0
83

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

পরপর দুই ম্যাচ হেরে লীগ তালিকায় পিছিয়ে পড়লো মোহনবাগান। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় পঞ্চম স্থানে মোহনবাগান। সোমবার আইএসএলে গোয়ার বম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। এই নিয়ে পরপর দুই ম্যাচ হেরে ক্রমশ পড়ে গেল হাবাসের এটিকে মোহনবাগান।

Jamshedpur FC

প্রথম থেকেই আক্রমণ ও প্রতিআক্রমণ খেলা শুরু হলেও ৩৭ মিনিটের মাথায় জামশেদপুর এফসি এমন এক প্রতিআক্রমনে জিতেন্দ্র সিং-এর পাশ থেকে লেন গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন। গোল খাবার পর মোহনবাগান তেড়ে-ফুঁড়ে আরো আক্রমণ ঝাঁঝ বাড়িয়ে দেয়। ম্যাচের প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় এটিকের স্টার ফুটবলার রয় কৃষ্ণা ও বুমোস বারবার বিপক্ষের বক্সে আটকে যায়। বিরতির কিছু আগে রয় কৃষ্ণা শর্ট গোল লাইন থেকে সেভ করে জামশেদপুর এফসি ডিফেন্ডার এল সাবিয়া। বিরতির পর ৬১ মিনিটের মাথায় এটিকে মোহনবাগান কোচ অ্যান্টনিও হাবাস দুটি পরিবর্তন করে কার্ল মার্কহিউ ও সুমিত রাঠির জায়গায় উইলিয়ামস ও প্রবীরকে মাঠে নামালে মোহনবাগান আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। কিন্তু হায়দ্রাবাদ জামশেদপুর এফসির দুই বিদেশি ডিফেন্ডারের কাছে আটকে যায় রয় কৃষ্ণা ও বুমোস।

খেলার ৬৫ মিনিটে জামশেদপুর এফসি ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি। মোহনবাগানের অভিযোগ রেফারি উড়িয়ে দেন। এর কিছুক্ষণ পর এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগের খেলোয়াড় উইলিয়ামসকে কড়া ট্যাকল করে প্রণয় হালদার রেফারি লালকার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেখায় ও রেফারির সঙ্গে মোহনবাগান খেলোয়াড়রা বিতর্কে জড়িয়ে পড়ে খেলা সাময়িকভাবে বন্ধ হয়।

 

ম্যাচের ৮০ মিনিটের মাথায় উইলিয়ামস শর্ট গোল লাইন থেকে সেভ করেন জামশেদপুর এফসি গোলরক্ষক টিপি রাহনেশ। পরিবর্তিত খেলোয়াড় আলেক্সি লিমা ম্যাচে গতির বিরুদ্ধে জামশেদপুরকে ২-০ গোলে এগিয়ে দেয় ৮৪মিনিটের মাথায়। ম্যাচ শেষ হওয়ার আগে প্রীতম কোটাল মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন। ম্যাচে রেফারি নিয়ে এটিকে মোহনবাগান ক্ষোভ প্রকাশ করে।

আরও পড়ুনঃ নতুন কোচ রালফ রাগণিকের হাত ধরে প্রথম ম্যাচে জয় পেল ম্যানইউ

তাদের দাবি, বক্সের মধ্যে বল হাতে লাগলেও রেফারি মোহনবাগানকে পেনাল্টি থেকে বঞ্চিত করেন এবং জামশেদপুর এফসি প্রণয় হালদারকে লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড থেকে সতর্ক করে দেন। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে জামশেদপুর লীগ তালিকায় দুই নম্বরে উঠে গেল।অপরদিকে, এটিকে মোহনবাগান মুম্বাইয়ের কাছে ৫-১ হেরে যাওয়ার পর আজ কামব্যাক ম্যাচেও জামশেদপুরের কাছে হেরে লীগ তালিকায় পিছিয়ে পড়ল। আজকের ম্যাচে নজরকাড়া ফুটবল খেলেন জামশেদপুর এফসির জিতেন্দ্র সিং, তিনি এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here