অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
রবিবার ফতোরদা স্টেডিয়ামে তাদেরই জয় প্রাপ্য ছিল বলে মনে করেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ৫৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পরে এ দিন কেরালা ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ২৮ মিনিটের মধ্যে তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় তারা।
এমন স্মরণীয় জয়ের রাতে সাংবাদিকদের স্প্যানিশ কোচ বলেন, “এই ফলে আমি তৃপ্ত। প্রথমার্ধে আমরা তেমন ভাল খেলতে পারিনি। তার পরে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে আমরা দুর্দান্ত খেলেছি। আমার মনে হয় এই জয়টা অবশ্যই আমাদের প্রাপ্য ছিল।”
আরও পড়ুনঃ ম্যাচে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় টিম হাবাসের
১৪ ও ৫১ মিনিটের মাথায় যথাক্রমে গ্যারি হুপার ও কোস্তা নহামোয়নেসুর গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স। ৫৯ মিনিটে সবুজ-মেরুন জার্সিতে প্রথম মাঠে নামা হোসে ব্যারেটোর দেশের স্ট্রাইকার মার্সেলো পেরেইরা বা মার্সেলিনহো গোলের লকগেট খোলেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ও ৮৭ মিনিটে গোল করে দলকে তাদের আট নম্বর জয় এনে দেন রয় কৃষ্ণা।
আরও পড়ুনঃ প্রকাশ্যে বিরুষ্কার অতিথি ভামিকা
দু’গোলে পিছিয়ে যাওয়ায় তাঁর দল তিন গোল দিয়ে ম্যাচ জেতে। এই ঘটনা কোচের কাছে কিছুটা অপ্রত্যাশতিই। হাবাস বলেন, “আমার হাতে এমন দল নেই যে, প্রতি ম্যাচে ৪-৫ টা করে গোল করে ম্যাচ জিতবে। তা ছাড়া ড্র করার থেকে ১-০ গোলে ম্যাচ জেতা বেশি পছন্দ আমার। ফুটবলে ‘ব্যালান্স’ হল ম্যাজিক ওয়ার্ড। এটাই দরকার দলে। আমাদের ফলাফল নিয়ন্ত্রণ করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584