চোট মুক্ত অনেকটা, চেন্নাইন ম্যাচের আগে জানাল সবুজ-মেরুন ব্রিগেড

0
65

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

লীগের দুই কঠিন প্রতিপক্ষ এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি-কে হারানোর পরে মঙ্গলবার জিএমসি স্টেডিয়ামে গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান।

ATK Mohunbagan | newsfront.co

লীগের সেরা দলগুলিকে হারানোর পরে এবার চেন্নাইন ম্যাচের আগে সবুজ-মেরুন শিবির যে বেশ আত্মবিশ্বাসী, তা তাদের খেলোয়াড়দের কথা শুনেই বোঝা যায়।

বেঙ্গালুরুর বিরুদ্ধে অসাধারণ গোল করা অস্ট্রেলীয় ফরোয়ার্ড সোমবার ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব কাল। চেন্নাইন ভাল দল, ওরা শক্তিশালীও। তবে ওদের কিছু দুর্বলতাও রয়েছে। আমরা ওদের নিয়ে হোমওয়ার্ক করেছি।

এই লীগে প্রত্যেকটা দলই ভাল, শক্তিশালী। এক এক দলের বৈশিষ্ট এক একরকম। তবে ৯০ মনিটে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের লক্ষ্য। আট দিন বিশ্রাম পেয়ে এখন আমরা অনেক তরতাজা অনুভব করছি। এই বিশ্রামটা আমাদের পক্ষে খুবই ভাল হয়েছে। এটা দরকারও ছিল।”

আরও পড়ুনঃ ফের বার্সা ছাড়ার ইঙ্গিত মেসির

দল জিতলেও বড় ব্যবধানে জিততে পারছে না, যা লীগের শেষ দিকে ভাল গোলপার্থক্যের বিচারের সময় ফ্যাকটর হয়ে উঠতে পারে। তবে এই ব্যাপারে যে আপাতত বেশি ভাবতে চাইছে না আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান শিবির, তা স্পষ্ট জানিয়ে ডেভিড বলেন, “পরিসংখ্যান, গোলপার্থক্য নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না আমরা। প্রতি ম্যাচে তিন পয়েন্ট তোলাটাই আমাদের প্রধান কাজ ও লক্ষ্য। প্রচুর গোল করাটা আমাদের ফোকাস নয়, ও সব নিয়ে লীগের শেষ দিকে ভাবা যাবে।”

আরও পড়ুনঃ দশকের সেরা ওডিআই ক্রিকেটার বিরাট

বেঙ্গালুরুর বিরুদ্ধেই এই মরশুমের প্রথম গোল পেয়েছেন এবং সেটা অসাধারণ এক গোল। চেন্নাইনের বিরুদ্ধে গোলের ধারাবাহিকতা বজায় রাখতে চান ডেভিড। বলেন, “চেন্নাইনের বিরুদ্ধেও গোল করতে চাই অবশ্যই। গোল করাই আমার কাজ। গোল পেতে ভালবাসি। তবে আমি গোল না করলেও দল যদি তিন পয়েন্ট জিততে পারে, তাতেও কম খুশি হব না।”

তবে গোল পাওয়ার তাগিদকে বাড়তি চাপ মানতে রাজি নন তিনি। বললেন, “আমাদের স্ট্রাইকারদের নির্দিষ্ট ভূমিকা রয়েছে দলে। গোল করাটাই আমাদের কাজ। যেমন ডিফেন্ডারদের কাজ গোল না খাওয়া। আমদেরও মাঝে মাঝে ডিফন্ডারদের কাজ করতে হয় ঠিকই, কিন্তু আসল কাজ আক্রমণ। এটা আমাদের কাছে বাড়তি চাপ নয়। আমরা একসঙ্গে ভালই খেলছি। গোল পাচ্ছি। আশা করি আমরা আরও গোল পাব।”

দলের নির্ভরযোগ্য স্প্যানিশ তারকা এডু গার্সিয়ারও বড় ব্যবধানে জিততে না পারায় কোনও আক্ষেপ নেই। এটিকে মোহনবাগান মিডিয়াকে তিনি বলেছেন, “এ জন্য আমাদের কোনও আক্ষেপ নেই। আসল লক্ষ্য তিন পয়েন্ট। চেন্নাইনের বিরুদ্ধেও সেটাই চাই। আমরা গোলের সুযোগ তৈরি করতে পারছি কি না, এটাই আসল। এমন অনেক ম্যাচ আমরা এক গোলে জিতেছি, যাতে আরও বেশি গোলে জেতার সুযোগ ছিল। তবে এটা ঠিকই যে, বেশি গোল করে রাখলে লিগ টেবলে এগিয়ে থাকা যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here